আমাদের সম্পর্কে
-
আলমনগর দাখিল মাদরাসা বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত।
-
এর EIIN কোড হচ্ছে 114267 এবং ফোন নম্বর 01718528645
- মাদরাসাটির প্রতিষ্ঠা — ১ জানুয়ারি ২০০০ ঈসায়ী
আলমনগর দাখিল মাদরাসাটি ২০০০ ঈসায়ী সনে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ হামিদুল হক চৌধুরী (বল্টু চেয়ারম্যান) এবং কতিপয় সহযোগী বিশেষ করে ধুবুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্জ আজিজুল হক কাজল মাস্টার, আলহাজ্জ খন্দকার আশরাফ আলী খোকা মাস্টার, আলহাজ্জ মকবুল
হোসেন মাস্টার, ওসমান গনি মাতবরসহ এলাকার হিতৈষী জনগণের সহায়তায় স্থাপিত হয়।মাদরাসাটি গোপালপুর-ভুয়াপুর সড়কের আলমনগর মৌজার উত্তর সীমান্তে, আলমনগর "বোর্ড বাজারে" অবস্থিত। এর পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। ২০০২ ঈসায়ী সনে মাদরাসাটি প্রাথমিক অনুমতি, ২০০৩ ঈসায়ী সালে একাডেমিক স্বীকৃতি এবং ২০০৪ সালে সাবেক শিক্ষা উপমন্ত্রী এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহযোগিতায় এমপিও ভুক্ত হয়। যোগ্য কমিটি ও দক্ষ শিক্ষক মন্ডলীর সহায়তায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় উপজেলা এবং জেলায় কৃতজ্ঞতার স্বাক্ষর রাখছে।
চলতি বছর ২০২৫
ঈসায়ী সনে অত্র মাদরাসার দু'টি সফলতা এসেছে।
প্রথমত: দাখিল ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র ভর্তি সংখ্যা ১০২জন।
যা টাঙ্গাইল জেলার মাদরাসা সমূহের মধ্যে সর্বোচ্চ।
দ্বিতীয়ত: হাল সনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল কেন্দ্রীয় পরীক্ষায় ৩০জন অংশ গ্রহন করে শতভাগ উত্তীর্ণ, ছুম্মা আলহামদুলিল্লাহ।
যা গোপালপুর উপজেলার স্কুল-মাদরাসার সমূহের মধ্যে একমাত্র।